জুমবাংলা ডেস্ক : দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এসংক্রান্ত অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে পদন্নোতি পাওয়া এই দুজন অতিরিক্ত সচিব মর্যাদায় কর্মরত ছিলেন।
সচিব হওয়া কর্মকর্তাদের মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর রহমানকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। অন্যদিকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিয়োগ করা হয়েছে।
Advertisement
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্তকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এই দুজনকে তাঁদের অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে ওএসডি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


