জুমবাংলা ডেস্ক : প্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যাদার ২ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) বেগম ফাতেমা ইয়াসমিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান আগামী ১৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। আমিনুল ইসলাম তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে আমিনুল স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির (ইডাস) সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
তথ্যসূত্র : বিডিজার্নাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।