সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আরাফাতের সৌজন্য সাক্ষাৎ

জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

শুক্রবার ঢাকায় সাক্ষাৎ করেন তারা। এ সময় তাদের মধ্যে ঢাকা ১৭ আসনের উপনির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপচারিতা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জয়ের সঙ্গে দেখা করার কথা জানিয়ে মোহাম্মদ এ আরাফাত লিখেন, বৃহস্পতিবার (২৯ জুন) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে উড়ে এসেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে তার সঙ্গে দেখা হয়েছিল। আজকে আবারও দেখা হলো। ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ হলো অনেকক্ষণ। পর্দার অন্তরালে সার্বক্ষণিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতির খোঁজ খবর রাখছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন সজীব ওয়াজেদ জয়। তিনি সার্বক্ষণিক আন্তর্জাতিক ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির খোঁজ খবর রাখছেন বলে জানা যায়।

নতুন আয়কর আইনে কর বসবে যে ৭ খাতের আয়ে