Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সঞ্চয়পত্রেও আগের মতো আগ্রহ নেই, ট্রেজারি বিল-বন্ডে ঝুঁকছে মানুষ
    অর্থনীতি ডেস্ক
    Bangladesh breaking news অর্থনীতি-ব্যবসা

    সঞ্চয়পত্রেও আগের মতো আগ্রহ নেই, ট্রেজারি বিল-বন্ডে ঝুঁকছে মানুষ

    অর্থনীতি ডেস্কTarek HasanAugust 13, 20253 Mins Read
    Advertisement

    ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, সুদহার জটিলতা ও নিয়মকানুনের কারণে দেশে সঞ্চয়পত্রে বিনিয়োগ আগ্রহ টানা তৃতীয় অর্থবছরেও কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে ৬,০৬৩ কোটি টাকা, বরং ১২ শতাংশ পর্যন্ত করমুক্ত সুদে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৫৯ কোটি টাকায়— যা দুই বছরে প্রায় পাঁচ গুণ বৃদ্ধি।

    সঞ্চয়পত্র

    জানা গেছে, গত ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে কোনো ঋণ পায়নি সরকার। পুরো অর্থবছরে নিট বিক্রি (বিনিয়োগ) ঋণাত্মক ছিল। এই সময়ে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেশি ছিল। এ নিয়ে টানা তিন অর্থবছর সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ ঋণাত্মক হলো। দেশের অর্থনৈতিক সংকটের এই সময়ে সরকারকে ঋণের জন্য ব্যাংক খাতের ওপরই বেশি নির্ভরশীল হতে হয়েছে।

    জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন অর্থবছর ধরে সঞ্চয়পত্রের নিট বিক্রি টানা কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে নিট বিক্রি কমেছে ছয় হাজার ৬৩ কোটি টাকা। এতে সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে তিন লাখ ৩৮ হাজার ৪৯৯ কোটি টাকা। আগের দুই অর্থবছরেও যথাক্রমে ২১ হাজার ১২৪ কোটি এবং তিন হাজার ২৯৬ কোটি টাকা বিনিয়োগ কম হয়েছিল। সরকারের ঘাটতি বাজেট সামাল দেওয়ার নির্ভরযোগ্য উৎস ছিল সঞ্চয়পত্র। দেশের মানুষেরও নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র ছিল এটি। কিন্তু এখন এদিকে নজর সরিয়ে দিয়েছে সরকার।

       

    চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে মাত্র ১২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। গত অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৪০০ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে কমিয়ে ১৪ হাজার কোটি করা হয়।

    বিশেষজ্ঞরা মনে করছেন, ২০১৯ সালে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর পর সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়া অনেক জটিল হয়েছে। একই নামে বড় অঙ্কে সঞ্চয়পত্র কেনার সুযোগ কমেছে। তা ছাড়া বড় অঙ্কের বিনিয়োগে টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্রতি ছয় মাস অন্তর সুদহার পরিবর্তনের নতুন নিয়মে সর্বশেষ জুলাই মাসে সুদহার ৪৭ থেকে ৫৭ বেসিস পয়েন্ট পর্যন্ত কমেছে। বর্তমানে সাড়ে সাত লাখ টাকার বেশি ও কম বিনিয়োগে আলাদা সুদহার প্রযোজ্য হয়, যা অনেকের কাছে জটিল মনে হচ্ছে। অথচ ব্যাংকের সুদহার দিন দিন বাড়ছে।

    সঞ্চয়ের সীমিত ধারায় এখন বিনিয়োগকারীরা ট্রেজারি বিল ও বন্ডে বেশি আগ্রহী হচ্ছেন। যেখানে ব্যাংক, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগ দ্রুত বাড়ছে। ২০২৩ সালের জুন শেষে এই খাতে মোট বিনিয়োগ ছিল ২৩ হাজার ১১৫ কোটি টাকা, যা ২০২৫ সালের জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৫৯ কোটি টাকা। গত দুই বছরে প্রায় পাঁচ গুণ বিনিয়োগ বেড়েছে।

    জানা যায়, বর্তমানে ট্রেজারি বিল-বন্ডে ১২ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই সুবিধা করমুক্ত ও নিরাপদ। সময়মতো মুনাফা পাওয়ার নিশ্চয়তা ও সেকেন্ডারি বাজারে বিক্রির সুযোগ থাকায় এটি এখন ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় খাতে পরিণত হয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, দেশে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যস্ফীতি থাকায় নিম্ন ও মধ্যবিত্তদের সঞ্চয় প্রবণতা কমে গেছে। এ ছাড়া আমানত ও সরকারের বিল-বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগের একটি বড় অংশ ব্যাংক ও বিল-বন্ডে স্থানান্তর হয়েছে। এসব কারণে নিট বিনিয়োগে প্রভাব পড়েছে। তবে সুদের হার বৃদ্ধি ও আয়কর রিটার্নমুক্ত বিক্রির সীমা বাড়ানোয় চলতি অর্থবছরে বিনিয়োগ বাড়বে বলে তাঁরা মনে করছেন।

    ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফা কত ও কেনার নিয়ম

    জানা যায়, চলতি অর্থবছরে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রমাণপত্র দাখিলের শর্ত শিথিল করা হয়েছে। আগে এই সীমা ছিল পাঁচ লাখ টাকা। এ ছাড়া গত অর্থবছরের মাঝামাঝিতে এসে প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তি পর্যায়ের সব সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদ শেষে পুনর্বিনিয়োগ সুবিধা চালু করা হয়। ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবের পুনর্বিনিয়োগ সুবিধা আবার চালু করা হয়। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগসীমা প্রত্যাহার করা হয়। পেনশনার সঞ্চয়পত্রে মুনাফা তিন মাসের পরিবর্তে প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া গত জানুয়ারি থেকে সব ধরনের সঞ্চয়পত্রে একটি সীমা পর্যন্ত সুদের হার বাড়িয়েছে সরকার। এসব উদ্যোগ সঞ্চয়পত্রে কিছুটা গতি আনতে পারে।

    সূত্র: কালের কণ্ঠ

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    bangladesh, Bank Deposit breaking Directorate of National Savings Economic Crisis Bangladesh Government Bond Inflation Bangladesh Interest Rate Bangladesh Investment Trend Bangladesh National Savings Certificate Negative Net Sales news Pension Fund Provident Fund Treasury Bill অর্থনীতি-ব্যবসা অর্থনৈতিক সংকট বাংলাদেশ আগের আগ্রহ উচ্চ মূল্যস্ফীতি ঋণাত্মক নিট বিক্রি জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঝুঁকছে ট্রেজারি ট্রেজারি বিল নেই: পেনশন ফান্ড প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগ প্রবণতা বিল-বন্ডে ব্যাংক আমানত মতো মানুষ সঞ্চয়পত্র, সঞ্চয়পত্রেও সরকারি বন্ড সুদের হার
    Related Posts
    ভোটার তালিকা

    তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার বেড়েছে ১৩ লাখের বেশি

    November 2, 2025
    শাপলা কলি

    অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি

    November 2, 2025
    পারমাণবিক স্থাপনা

    পারমাণবিক স্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রকে এবার কড়া হুঁশিয়ারি ইরানের

    November 2, 2025
    সর্বশেষ খবর
    ভোটার তালিকা

    তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার বেড়েছে ১৩ লাখের বেশি

    শাপলা কলি

    অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি

    পারমাণবিক স্থাপনা

    পারমাণবিক স্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রকে এবার কড়া হুঁশিয়ারি ইরানের

    ঘূর্ণিঝড়

    নভেম্বর মাসে ঘূর্ণিঝড় ও অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস

    মির্জা ফখরুল

    জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

    বিদ্যুৎ থাকবে না

    সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    জাতীয় সংসদ নির্বাচন

    জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

    গণশিক্ষা উপদেষ্টা

    নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে: গণশিক্ষা উপদেষ্টা

    নাহিদ ইসলাম

    সংস্কারের বিপক্ষের কোনো দলের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়: নাহিদ ইসলাম

    জুনিয়র বৃত্তি পরীক্ষা

    জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ জরুরি নিদের্শনা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.