জুমবাংলা ডেস্ক : ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বড় ধরনের কর ছাড়ের উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সঞ্চয়পত্রে বিনিয়োগ ও মেয়াদি আমানত খুলতে এখন আর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) লাগবে না। পাশাপাশি পেশাজীবীদের বিভিন্ন সেবা গ্রহণেও পিএসআর দাখিলের বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে।
সঞ্চয়পত্র ও আমানতে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বাতিল
বর্তমানে পাঁচ লাখ টাকা বা তার বেশি টাকার সঞ্চয়পত্র এবং ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে হয়। আসন্ন বাজেটে এই বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ফলে বিনিয়োগ আরও সহজ হবে এবং জনভোগান্তিও কমবে বলে মনে করছে এনবিআর।
পেশাজীবী সেবাতেও থাকছে না বাধ্যবাধকতা
চিকিৎসক, আইনজীবী, ইঞ্জিনিয়ার, হিসাববিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ নেওয়া ও তা নবায়নের ক্ষেত্রেও রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন থাকছে না। তবে এসব ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক থাকবে।
জনবান্ধব করনীতির উদ্যোগ
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “যেসব ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রয়োজন নেই, সেখান থেকে আমরা সরে আসছি। পিএসআর-এর বদলে শুধু টিআইএন নিলেই হবে। এতে প্রকৃত করদাতারা উৎসাহিত হবেন এবং রিটার্ন জমায় গতি আসবে।”
বাস্তবতা ও সমালোচনা
বর্তমানে দেশে ৪৫টি সরকারি-বেসরকারি সেবায় রিটার্ন দাখিল বাধ্যতামূলক। কিন্তু এতে কর আদায় বাড়েনি, বরং শূন্য রিটার্ন বেড়েছে। ফলে প্রকৃত করদাতার সংখ্যা অপরিবর্তিত থেকে গেছে। কঠোর আইন ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকায় অনেকেই বাধ্য হয়ে রিটার্ন জমা দিচ্ছেন।
সম্ভাব্য পরিবর্তনসমূহ:
৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে পিএসআর লাগবে না
১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানতে রিটার্ন দাখিলের প্রমাণ লাগবে না
পেশাজীবী সংগঠনের সদস্যপদ নিতে পিএসআর নয়, শুধু টিআইএন থাকলেই চলবে
ISPAB নির্বাচনে ISP UNITED টিমের ‘পরিবর্তনের প্রতিশ্রুতি’ ঘিরে বিতর্ক
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রে বিনিয়োগ ও মেয়াদি আমানত খুলতে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এই উদ্যোগ কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে সহায়তা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।