
জুমবাংলা ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বলেছেন, সড়ক পরিবহন আইন সহনীয়ভাবে রেখে এটি প্রয়োগ করা হবে। খবর ইউএনবি’র।
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি সংবাদিকদের বলেন, ‘আমরা আইনটিকে সহনীয়ভাবে রেখে তা প্রয়োগের বিষয়টি নিশ্চিত করব। সবার সাথে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে এবং সিদ্ধান্ত কারও ওপর চাপিয়ে দেয়া হয়নি।’
‘ধর্মঘটের সময় যখন অচলাবস্থা হয় তখন মিডিয়াও বলে ভোগান্তি হচ্ছে। সব বন্ধ হলে অচলাবস্থা সৃষ্টি হয়। বাস্তবতার নিরিখে রয়ে সয়ে আমাদের চলতে হবে,’ বলেন মন্ত্রী।
সড়ক আইনের বিষয়টি নিয়ে সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে। পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। তবে এই মুহূর্তে কিছু করা সম্ভব না। ‘আমরা প্রধানমন্ত্রীর সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করব,’ যোগ করেন তিনি।
পরিবহন নেতাদের কাছে সরকার জিম্মি কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘কারো কাছে কেউ জিম্মি নয়।’
তিনি বলেন, ‘চালক তৈরির জন্য বিরাট প্রকল্প আছে। বিআরটিসি ও বিআরটিএ উদ্যোগ নিয়েছে। দক্ষ চালক সৃষ্টিতে কাজ করছি।’
আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে ভারতের সাথে কোনো সম্পর্কের টানাপোড়েন হয়নি।
তিনি বলেন, ‘এনআরসি নিয়ে সে দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে বারবার বলেছে এ ব্যাপারে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।