লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও রামগতিতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ও এর কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় রামগতি-হাতিয়া বর্ডার এলাকার নুর পাটওয়ারীরহাট উত্তর হানিফ সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রামগতি উপজেলার টুমচর গ্রামের রিপন হোসেনের মেয়ে ছামিয়া আক্তার (২৫) ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আমীন নোমান বলেন, শুক্রবার সন্ধ্যার আগে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের রাজমুকুট কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আসে শিশু তাহিয়া সুলতানা (৪)। খেলার একপর্যায়ে সে সড়কে উঠে গেলে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তাহিয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের আইয়ুব মিয়ার বাড়ির মো. সোহেলের মেয়ে।
এ ঘটনায় শিশুর পরিবার মামলা করবে বলে জানিয়েছেন ওসি ফয়েজুল আমীন নোমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।