নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গত কয়েক দিনের বৃষ্টিতে গাজীপুরের কালীগঞ্জের চরসিন্দুর-কাপাসিয়া সড়কের ঘিঘাট এলাকায় আধা কিলোমিটার সড়ক ভেঙে শীতলক্ষ্যা নদীতে চলে গেছে। এতে নদী-তীরবর্তী সনাতন ধর্মের রবীদাস পাড়ার অন্তত ৩০ পরিবারের ঘরবাড়ি ভাঙনের হুমকিতে পড়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে ঘিঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, এখনও ভাঙন অব্যাহত আছে। সড়কটি ভেঙে যাওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
ঘিঘাট সংঘ মিত্র পূজামণ্ডপের সহসভাপতি পারুল রবী দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নদী ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আমাদের পূজামণ্ডপসহ ৩০ পরিবরের ঘরবাড়ি ভেঙে নদীতে চলে যাবে।’
ঘিঘাট এলাকার তারাগঞ্জ নাসেরা গ্রামের মাসুদ আলম সরকার বলেন, ‘সড়কের ঘিঘাট এলাকা পুরোটা এখন ঝুঁকিপূর্ণ। নদীতে পানি বেড়ে যাওয়ায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। যা এখনও অব্যাহত আছে।’
নাসেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নীপা রানী দাস জানায়, আমাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমার মতো এমন অনেকে স্কুলে যেতে পারে না। সড়ক ভেঙে যাওয়ায় বিকল্প পথ না থাকায় স্কুলে যেতে পারছি না।
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী পরাগ আহমেদ বলেন, চরসিন্দুর-কাপাসিয়া সড়কটি নরসিংদী থেকে আমাদের মালামাল আনা নেওয়ার একমাত্র সড়ক। গত শনিবার এটি ভেঙে নদীতে চলে যাওয়ায় চলাচল বন্ধ আছে।
স্থানীয় লাল মোহন রবি দাসের ছেলে গনেশ রবি দাস বলেন, ‘আমাদের ঘরবাড়ি সব নদীতে চলে যাচ্ছে। পাড় ভেঙে প্রায় ৩০ ফুট জায়গা নদীতে চলে গেছে।
স্থানীয়রা জানায়, আগে বিভিন্ন সময়ে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হতো। বছরের পর বছর এই স্থান থেকে বালু তোলা হয়েছে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলায় চরসিন্দুর-কাপাসিয়া সড়কের ঘিঘাট এলাকায় সড়ক ভেঙে নদীতে চলে যায়। এখন চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাজীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী রায়হান খান বলেন, ‘টানা বৃষ্টিতে নদী তীরবর্তী ঘিঘাট এলাকায় সড়ক ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ইতিমধ্যে আমাদের লোকজন ভাঙন স্থান পরিদর্শন করেছেন। যত দ্রুত সম্ভব আমরা সড়কটি সংস্কারের উদ্যোগ নেবো।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কাপাসিয়া উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙনের বিষয়টি জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে ভাঙনের স্থান সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।