স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে বেশ বড় মনের পরিচয় দিলেন মাশরাফি। আজকের ম্যাচে ইমরুল ডোট দিয়ে সামনে চলে আসার পর সেই বল নিয়ে স্ট্যাম্প ভেঙ্গে আউটের আবেদন জানান মমিনুল।
কিন্তু ক্রিকেটের নিয়মানুযায়ী না হওয়ায় মাশরাফি সেটাকে গ্রহণ করেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফীকে প্রশ্ন করা হয়, ইমরুলকে রানআউট করেও কেন নিলেন না? আবার ব্যাট করার সুযোগ দেয়া হলো কেন?
এসময় কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন ইমরুলও। কারণ ব্যাখ্যা করার আগে মাশরাফি তার দিকে হাত তুলে বলে ওঠেন, ‘টু বি অনেস্ট, একটা ফিল্ডিং দল আউটটা নিতে পারে। ইমরুল শ্যুড লার্ন দ্য ম্যানারস। ও কিন্তু ধন্যবাদও বলেনি (হাসি)।’ অবশ্য তখন সঙ্গে সঙ্গে ‘ধন্যবাদ ভাই’ বলে ওঠেন ইমরুল।
এরপরেই এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচলা। সবাই যেন প্রশংসায় ভাসাচ্ছেন মাশরাফিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।