আর্ন্তজাতিক ডেস্ক : ব্রিজ সংস্কারের কাজ পরিদর্শনে গিয়েছিলেন মহারাষ্ট্রের বিধায়ক (সংসদ সদস্য)। এসময় রাস্তার ওপর একাধিক খানাখন্দ থাকায় মেজাজ খারাপ হয়ে যায় বিধায়কের। ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে গণপূর্ত দফতরের ইঞ্জিনিয়ারের মাথায় বালতি ভর্তি কাদাপানি ঢেলে দেয়ার অভিযোগ ওঠে কংগ্রেস বিধায়ক নীতেশ রাণে ও তার সমর্থকদের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া হাইওয়েতে এমন ঘটনা ঘটেছে। এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার কঙ্কাভেলির কাছে রাস্তার ওপর একটি ব্রিজ সংস্কারের কাজ দেখতে যান বিধায়ক নীতেশ রাণে। কিন্তু ব্রিজ এবং রাস্তার ওপর একাধিক খানাখন্দ দেখেই মেজাজ খারাপ হয়ে যায় বিধায়ক ও তার সমর্থকদের।
এ সময় ইঞ্জিনিয়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তারা। এর মধ্যেই মাথায় পর পর দুই বালতি ভর্তি কাদা পানি ঢেলে দেয়া হয় প্রকাশ শেডেকর নামে ওই ইঞ্জিনিয়ারের মাথায়।
উল্লেখ্য, গত ২৬ জুন উচ্ছেদ অভিযান নিয়ে এক কর্মকর্তাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গ্রেফতার হয়েছিলেন ইনওরের বিজেপি বিধায়ক তথা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ। ওই ঘটনাটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটি নিয়ে কঠোর অবস্থানে যান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel