স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে আফগানিস্তানের সামনে উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছেন রশিদ খান। তরুণ এই লেগ স্পিনার তাই সতীর্থদের কঠোর পরিশ্রম করে যেতে বললেন। যাতে ওই সাফল্য তারা ছুঁতে পারেন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা এই আফগান বোলারের মতে, তার দেশের ক্রিকেটাররা অসম্ভব প্রতিভাবান। এখন শুধু তাদের ফিট হতে হবে এবং দক্ষতা বাড়াতে হবে।
এর আগে রেডিও ফ্রি আফগানিস্তানকে এক সাক্ষাৎকার দিয়ে ট্রলের শিকার হন রশিদ খান। বিশ্বকাপ না জিতে বিয়ে করবেন না বলে উল্লেখ করেন। ওই রেডিওতেই বিশ্বকাপ স্বপ্ন পূরণের জন্য তাদের কী করতে হবে সেই পথও বাতলে দিলেন রশিদ খান। তিন ফরম্যাটে দেশের হয়ে দুইশ’র বেশি উইকেট নেওয়া এই ২১ বছর বয়সী লেগি বলেন, ‘উপহার হিসেবে সবাই দুটি করে হাত পেয়েছেন। কিন্তু যারা নিয়মিত পরিশ্রম করার প্রত্যয় নেবেন তারাই সাফল্য পাবেন।’
মুজিবুর রহমান, রহমানুল্লাহ গুরবাজ, হযরতুল্লাহ জাজাইদের নাম উল্লেখ করে আফগানিস্তান জাতীয় দলের সহ-অধিনায়ক বলেন, ‘দক্ষতা বৃদ্ধির জন্য তারা যদি পরিশ্রম করে যায়, তবে বিশ্বমানের ক্রিকেটার হতে পারবে। ক্রিকেটে দক্ষতা বাড়ানোর একটাই উপায়; ফিটনেস বৃদ্ধি।’
এছাড়া তরুণ ক্রিকেটারদের তুলে আনতে রশিদ খান ক্রিকেট একাডেমি গড়েছেন। তার ইচ্ছা আফগানিস্তানের ৩৪টি প্রদেশেই একাডেমি তৈরি করা। যাতে তার পথ অনুসরণ করে ক্রিকেটার উঠে আসতে পারে। তার মতে, অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশে প্রতিভা অন্বেশনের একটা পথ আছে, আফগানিস্তানে সেটা নেই। রশিদ খান সেই পথটা তৈরি করছেন।
গত মাসে রশিদ খান তার মাকে হারিয়েছেন। ২০১৮ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তার বাবা। দুই ধাক্কা রশিদ খানের জন্য সামলানো কঠিন। স্মৃতি হাতলে রশিদ খান বলেন, ‘বাবা শুরুতে ক্রিকেট পছন্দ করতেন না। কিন্তু আমি দেশের হয়ে খেলা শুরুর পর থেকে সব ম্যাচই টিভিতে বসে দেখতেন।’ বিশ্বমানের একজন ক্রিকেটার হয়েও রশিদ খানকে কম ট্রলের শিকার হতে হয় না। এ নিয়ে এই তারকা বলেন, ‘বৈশ্বিক তারকা হতে হলে, আপনাকে মানসিকভাবে শক্ত হতেই হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।