স্পোর্টস ডেস্ক: অভিষেকের পর থেকে ক্রিকেটের তিন ফরম্যাটেই জাতীয় দলের একজন নিয়মিত সদস্য মঈন আলী। আক্রমণাত্মক ব্যাটিং ও দুর্দান্ত স্পিন বোলিংয়ের মাধ্যমে ইংল্যান্ড দলে দারুণ ভারসাম্য এনে দিয়েছেন তিনি।
সম্প্রতি ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমের পাঠকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মঈন আলী। যেখানে তার কাছে জানতে চাওয়া হয় কে সেরা অলরাউন্ডার? দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিস নাকি নিজ সতীর্থ বেন স্টোকস?
জবাবে মঈন আলী বলেছেন, এই দুই ক্রিকেটারের মধ্যে সেরা অলরাউন্ডার কে, তা বেছে নেওয়া খুবই কঠিন। তবে আমার কাছে ক্যালিসই এগিয়ে থাকবেন। কারণ, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বেশি রান করার পাশাপাশি উইকেট ও ক্যাচও নিয়েছেন।
একইসঙ্গে সতীর্থ বেন স্টোকসের ব্যপারে মঈন বলেছেন, স্টোকস এখন যেভাবে খেলছে, তা যদি ও চালিয়ে যেতে পারে তাহলে সেও একদিন অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য হবে।
প্রসঙ্গত, পরিসংখ্যানের বিচারে জ্যাক ক্যালিসের ধারে কাছেও কেউ নেই। প্রোটিয়ার এই সাবেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২৫ হাজারেরও বেশি রান করেছেন। একইসঙ্গে বোলিংয়েও তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭৭টি উইকেটও শিকার করেন তিনি।
অন্যদিকে, গত কয়েক বছর ধরে দারুণ ছন্দে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। দিনে দিনে ইংল্যান্ড দলের ম্যাচ উইনার হয়ে উঠেছেন তিনি। তার পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। অ্যাশেজ সিরিজ ড্র করার ক্ষেত্রেও বিশাল ভূমিকা ছিল তার। সম্প্রতি, আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার হিসেবেও বিবেচিত হন স্টোকস।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.