ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ভক্তদের উপহার দিয়েছেন বিভিন্ন নাটক ও টেলিফিল্ম। কাজ করেছেন সিনেমাতেও।
নাটকের পাশাপাশি তাকে দেখা ওটিটি প্ল্যাটফমেও। গেল বছর ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন এবং প্রশংসা কুড়ান। এখন ব্যস্ত রয়েছেন আসন্ন ভালোবাসা দিবসের কাজ নিয়ে।
তবে নাটক-ওটিটিতে কাজ করলেও তিনি অপেক্ষায় রয়েছেন বড় পর্দার। সিনেমা নিয়ে রয়েছে আগ্রহ। তবে এর জন্য সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছেন বলে জানান সাবিলা।
সিনেমায় কাজের ইচ্ছা প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘বড় পর্দার প্রস্তুতি তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইব। সে রকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এত দিন। ওটিটির ক্ষেত্রেও আমি এমনটাই বলেছি। নাটক ও ওটিটিতে দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। সিনেমায় আমার অভিষেকও এমনভাবেই হোক যেন, দর্শক খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করে।’ সিনেমা নিয়ে কথা এগিয়েছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘কথাবার্তা অনেকখানি এগিয়েছে। এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি। আশা করি চলতি বছরেই কাজ শুরু করতে পারব।’
এর আগে গেল বছরে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তুফান’ সিনেমা নিজে টিকিট কেটে প্রেক্ষাগৃহে দেখেছেন সাবিলা নূর। এরপর তার সঙ্গে কাজ করা আগ্রহও প্রকাশ করেন।
শাকিব খানের সিনেমার প্রস্তাব তার কাছে গেছে বলেও শোনা গেছে। এ বিষয়ে সাবিলা বললেন, ‘এ বিষয়ে এখনো কোনো কিছুই বলতে চাই না। এটুকু বলতে পারি, কথা হচ্ছে। এর বাইরেও একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার, যেগুলো এখনো বলার মতো অবস্থায় নেই। অনেক সময় দেখা যায়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়। তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না।’
শাকিব খানের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি এর আগেও অনেকবার বলেছি, শাকিব খানের সঙ্গে কাজ করতে বরাবরই ইচ্ছুক আমি। আমি সত্যিই চাই তার সঙ্গে কাজ করতে। আগেও চেয়েছি, এখনো চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।