সত্যিকারের মসলা দিয়ে গোল্ড প্লেটেড গয়না তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছ ট্যাঞ্জারিন বায়ো জুয়েলারি । ভারত ছাড়াও আন্তর্জাতিক শিপিংয়ের সুবিধা রয়েছে ব্র্যান্ডটির। তারা এখানে ব্যবহার করেছে গোলমরিচ, এলাচ ও স্টার অ্যানিজের মতো আস্ত মসলা।
ফ্যাশনে ভারী গয়নার আবেদন এখন কিছুটা কম। বরং হালকা নকশাই সবার পছন্দের শীর্ষে। এর পাশাপাশি সবাই চায় অন্য রকম কিছু। আর সে লক্ষ্যেই দারুণ সব অভিনব ডিজাইন নিয়ে কাজ করেছে ভারতের প্রথম বায়ো জুয়েলারি ব্র্যান্ড ‘ট্যানজারিন’।
কালের বিবর্তনে প্রকৃতির অনুপ্রেরণায় নানা রকম নকশার তৈরি গয়না এসেছে। গৎবাঁধা ডিজাইনের ধারা থেকে বের হয়ে তারা ফ্যাশনিস্তাদের জন্য নিয়ে এসেছে ভিন্ন কিছু। এই জুয়েলারি ব্র্যান্ডের বিশেষত্ব হলো প্রাকৃতিক উপাদান যেমন বীজ, মসলা, কড়ি, শামুক, ঝিনুক ইত্যাদি ব্যবহার করে জুয়েলারি তৈরি করা। শুনতে যেমন মজার, গয়নাগুলো দেখতেও বেশ সুন্দর।
ভারতীয় রান্নাঘরের বড় অংশজুড়ে আছে, এমন সব মসলা ব্যবহৃত হয়েছে গয়নার নকশায়। এই কালেকশনে রয়েছে গোল্ড প্লেটেড দুল, লকেট, নেকপিস ও আংটি। দারুচিনি, এলাচি, স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ ইত্যাদি মসলা দিয়ে বানানো জুয়েলারি সংগ্রহ রয়েছে তাদের ‘মাত্র তিন বছরে গড়ে ওঠা এই জুয়েলারি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সৃষ্টি ঘুনাওয়াত। তিনি পড়াশোনা করেছেন ডিজাইন ম্যানেজমেন্ট নিয়ে। গয়নার ডিজাইন ও মানের ব্যাপারে মনোযোগী হয়ে গড়ে তুলেছেন বায়ো জুয়েলারি ব্র্যান্ড ট্যানজারিন। এই ব্র্যান্ডের সবকিছুই প্রাকৃতিক উপাদানে, প্রাকৃতিক জিনিসের আদলে তৈরি হয়।
এই গয়নাগুলো প্রকৃতিতে পাওয়া উপাদানগুলো সম্পর্কে নানা ধরনের বার্তা দিয়ে থাকে। প্রতিটি প্রাকৃতিক উপাদানেরই আছে ঔষধি, পুষ্টি বা অন্যান্য স্বাস্থ্য উপকারিতা। যেমন কালো গোলমরিচের গয়না মনে করিয়ে দেয়, এ মসলা হলো অ্যান্টি-অক্সিডেন্ট ও স্বাদের পাওয়ার হাউস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।