নিজস্ব প্রতিবেদক: গণমানুষের কণ্ঠস্বর হয়ে সাহসিকতার সঙ্গে সত্যের কথা বলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দৈনিক খবর সংযোগ। ‘সত্যের সঙ্গে’—এই স্লোগান ধারণ করে সোমবার (২৮ জুলাই) রাজধানীর বনশ্রীতে জমকালো আয়োজনে পত্রিকাটির প্রিন্ট সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
পত্রিকাটির প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক ও প্রকাশক শেখ নজরুল ইসলাম। তিনি বলেন, “যারা ঘরে-বাইরে নানা প্রতিকূলতার মধ্যেও খবর সংযোগের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সাহস ও সমর্থনেই আমরা আজ এই নতুন অধ্যায়ের সূচনা করতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সময় পার করছি, যেখানে পরিবর্তন হয়েও একটি সামাজিক ব্যাধি আমাদের ঘিরে রেখেছে। এই ব্যাধি থেকে সমাজকে মুক্ত করাই হবে আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা এসেছি লড়তে, চ্যালেঞ্জ নিতে। সত্যের সঙ্গে থেকে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করি।”
অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালে অনলাইন পোর্টাল খবর সংযোগ ডটকম হিসেবে যাত্রা শুরু করেছিল সংবাদমাধ্যমটি। এরপর দীর্ঘ তিন বছরের অভিজ্ঞতা আর পাঠকের ভালোবাসাকে পুঁজি করে তারা পা রাখলো প্রিন্ট মিডিয়ার বিশাল পরিসরে।
দৈনিক খবর সংযোগের সম্পাদক বলেন, “আমাদের স্লোগান ‘সত্যের সঙ্গে’ শুধু একটি বাক্য নয়, এটি আমাদের আত্মার প্রতিধ্বনি। গত তিন বছরে তরুণ, মেধাবী সংবাদকর্মীদের প্রচেষ্টায় দেশ-বিদেশের পাঠকদের কাছে পৌঁছেছে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা।”
পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের আস্থা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। প্রিন্ট সংস্করণে আমরা গভীর বিশ্লেষণ, গবেষণাধর্মী প্রতিবেদন ও বহুমাত্রিক সংবাদ উপস্থাপন করতে চাই। আমাদের লক্ষ্য কেবল সংবাদ পরিবেশন নয়, বরং সচেতন নাগরিক তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে অংশগ্রহণ।”
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নানা আয়োজনে দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করে খবর সংযোগ পরিবার। নতুন এই পথচলায় ‘সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথে’ পাঠকদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।