জুমবাংলা ডেস্ক : ২০২৪ সালে দেশের বহুসংখ্যক আলেম ইন্তেকাল করেছেন। তাঁদের মধ্যে সুপরিচিত কয়েকজন হলেন—
১. মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী : ১৯ জানুয়ারি ২০২৪ ইন্তেকাল করেন প্রবীণ আলেম, বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আজহারি (রহ.)। তিনি ২৯ মে ১৯৪২ সালে সিলেটের টুকেরবাজার এলাকায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি গণভবন ও সচিবালয় মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
২. মাওলানা সৈয়দ আব্দুন নূর : ২৪ মার্চ ২০২৪ ইন্তেকাল করেন সুনামগঞ্জের প্রবীণ আলেম ও ইসলামী রাজনীতিক সৈয়দ আব্দুন নূর (রহ.)। তিনি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও সৈয়দপুর আলীয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ। তিনি ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন।
৩. মাওলানা শামছুল হক : ২৮ মে ইন্তেকাল করেন প্রবীণ মুহাদ্দিস ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব মাওলানা শামছুল হক (রহ.)। তিনি আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।
৪. মাওলানা মোহেব্বুল্লাহ : ১৭ জুলাই ইন্তেকাল করেন ছারছীনার পির মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ। তিনি ছিলেন বাংলাদেশের জমিয়তে হিযবুল্লার আমির, বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সের মুতাওয়াল্লি। এ ছাড়া তিনি দেশে প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদরাসা প্রতিষ্ঠায় অবদান রাখেন।
৫. মাওলানা মুহাম্মদ তৈয়্যব : ২৭ আগস্ট ইন্তেকাল করেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের প্রবীণ মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ তৈয়্যব (রহ.)। তিনি ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি তিন দশক আরজাবাদ মাদরাসায় শিক্ষকতা করেন। পারিবারিকভাবে আল্লামা শামছুদ্দীন কাসেমী (রহ.)-এর বড় জামাতা ছিলেন।
৬. মাওলানা আবদুল খালিক : ২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন সিলেটের গোয়াইনঘাটে দারুস সালাম ও দারুল হাদিস লাফনাউট মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালিক (রহ.)। তিনি শায়খে চাক্তা নামে পরিচিত ছিলেন। তিনি ফিদায়ে মিল্লত সাইয়েদ আসআদ মাদানি (রহ.)-এর খলিফা ছিলেন।
৭. মুফতী আব্দুল গনী আল গাজী : ১৫ নভেম্বর ইন্তেকাল করেন ঢাকার ইসলামবাগ মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও আল্লামা আহমদ শফী (রহ.)-এর খলিফা মুফতি আব্দুল গনী আল গাজী (রহ.)। কর্মজীবনের প্রথম ভাগে তিনি পাকিস্তান ও আরববিশ্বে অতিবাহিত করেন।
৮. মাওলানা আবদুল হান্নান : ১৭ নভেম্বর ইন্তেকাল করেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শতবর্ষী দ্বিনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান (রহ.)। এ ছাড়া তিনি ছিলেন লক্ষ্মীপুর জেলা কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি। কর্মজীবনে তিনি দীর্ঘদিন হাদিসের পাঠদান করে আসছেন।
৯. মাওলানা মনসুরুল হাসান রায়পুরী : ২৩ নভেম্বর ইন্তেকাল করেন শায়খুল হাদিস ও রাজনীতিক মাওলানা মনসুরুল হাসান রায়পুরী (রহ.)। তিনি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি। তাঁর পিতা ছিলেন শায়খুল ইসলাম সাইয়েদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর ঘনিষ্ঠ শিষ্য ও খলিফা। আর তিনি ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা ওবায়দুল হক (রহ.)-এর জামাতা।
১০. মাওলানা মোবারক করীম জওহর : ১ ডিসেম্বর ইন্তেকাল করেন বহু গ্রন্থ প্রণেতা ও বাংলায় পবিত্র কোরআনের অনুবাদক মাওলানা মোবারক করীম জওহর (রহ.)। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা। তাঁর অনূদিত কোরআনের বঙ্গানুবাদ একসময় ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল।
সূত্র: কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।