সম্প্রীতি চায়নার জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের Camon 19 এর তিনটি মোবাইল বাজারে রিলিজ করেছে। প্রথমটির নাম টেকনো Camon 19 স্যান্ডার্ড ভার্সন, দ্বিতীয় সেটটির নাম টেকনো Camon 19 প্রো এবং তৃতীয় হ্যান্ডসেটের নাম Camon 19 নিয়ো। এই আর্টিকেলে টেকনো Camon সিরিজের এই তিনটি ভেরিয়েন্টের মধ্যে পার্থক্য উল্লেখ করা হবে।
তিনটি ভ্যারিয়েন্ট এর ডিসপ্লে ৬.৮ ইঞ্চি এবং ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করা হয়েছে। আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে বসানো হয়েছে। Camon 19 এবং Camon 19 নিয়তে মিডিয়াটেক হেলিও g-85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে Camon 19 pro ভার্শন এ হেলিও জি 96 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে যা আরও শক্তিশালী।
pro version ব্যতীত অন্য হ্যান্ডসেটে আট জিবি র্যাম এর অপশন নেই। তবে চার এবং ছয় জিবি এর ফিচার রয়েছে। টেকনো এর এই সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ইন্সটল করা হয়েছে। ওয়াইফাই, জিপিএস ও ব্লুটুথ সিস্টেমে তেমন কোন পার্থক্য লক্ষ্য করা যায়নি।
ইতিবাচক দিক:
- সুন্দর ডিজাইন
- প্রাইস অনুযায়ী কোয়ালিটি ঠিকাছে
- সেলফি ক্যামেরা সন্তোষজনক
নেতিবাচক দিক:
- রিফ্রেশ রেট কম
- নিয়ো ভার্সনের ক্যামেরা কোয়ালিটি অসন্তোষজনক
ক্যামরা সেকশনের প্রো ভার্সনটি সবথেকে বেশি এগিয়ে আছে। মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, তার সাথে ৫০ মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেল এর আরো দুইটি লেন্স বসানো হয়েছে। তবে নিয়ো ভ্যারিয়েন্টে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রো এবং নিয়ো ভার্সনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যদিও স্ট্যান্ডার্ড ভার্সনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
প্রো ভার্সনটি শূন্য থেকে ১০০ ভাগ পর্যন্ত অনেক দ্রুত চার্জ কমপ্লিট করতে পারবে। তবে ৩টি মডেলেই ৫০০০ মেগাহার্জ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। টেকনো এর পুরো ভার্সনটি আপনি ২২ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। যারা মাঝারি বাজেটের মধ্যে হ্যান্ডসেট খুঁজছেন তাদের জন্য টেকনো ব্র্যান্ডের এই ৩টি মডেল আদর্শ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।