বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়েই সময় কাটছে তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পরীমণি। প্রায় সময়ই তার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সেই ধারাবাহিকতায় সোমবার (২৬ মে) একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। পোস্টে লিখেছেন, আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।
তিনি আরও লেখেন, আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।
পরীমণি বলেন, এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।
এদিকে পরীমণি নতুন কাজের পাশাপাশি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।