বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সফল দম্পতি মনে করা হত শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার জুটিকে। কিন্তু সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি মামলায় রাজের নাম জড়িয়ে পড়ায় চিড় ধরেছে তাদের সম্পর্কে, এমনটাই কানাঘুষো টিনসেল টাউনে। খবর জিনিউজের।
গত ১৯ জুলাই মুম্বাইয়ে তার বাড়ি থেকে গ্রেফতার হন রাজ। পর্ণোগ্রাফি তৈরি করা ও তা একটি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
সোশ্যাল সাইটে রাজের পাশাপাশি শিল্পার দিকেও আঙুল তুলেছিলেন নেটিজেনরা। রাজের গ্রেফতারির পরেই লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শিল্পা। ঐ সময়েই মুক্তি পেয়েছিল শিল্পার ছবি হাঙ্গামা টু। ছবির প্রচারে দেখা যায়নি অভিনেত্রীকে। পাশাপাশি সুপার ডান্সার চাপ্টার ফোরের বিচারকের আসন থেকেও সরে গিয়েছিলেন তিনি। সব মিলিয়ে রাজের গ্রেফতারি বেশ প্রভাব ফেলে শিল্পার পেশাগত জীবনে। তবে শুধু পেশাই নয়, ব্যক্তিগত জীবনেও ভেঙে পড়েছেন শিল্পা, এমনটাই খবর।
সম্প্রতি তার এক বন্ধু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, রাজের ঘটনায় শিল্পা বিস্মিত ও আহত। রাজের ব্যাপারে নাকি কোনও কিছুই জানতেন না তিনি। কিন্তু সবটা জানার পর তিনি আর রাজের বাড়িতে থাকতে চান না। এমনকি তার সন্তানদেরও রাজের থেকে দূরে রাখতে চান।
এদিকে শিল্পার বন্ধু তাদের সেপারেশনের কথা জানালেও এ ব্যাপারে এখনও মুখ খোলেননি শিল্পা শেঠি।