বিনোদন ডেস্ক : বিয়ের সাত বছর পর সন্তান আসছে রানে দম্পতির কোলে। ফলে, একই সঙ্গে আনন্দে এবং টেনশনে রয়েছেন রানে এবং মল্লিক বাড়ি। কোয়েল প্রেগনেন্সির কথা যদিও অনেকদিন ধরেই ভাসছিল টলিপাড়ায়। এদিকে বিয়ের পর থেকে কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন কোয়েল। আগের মতো মুঠো মুঠো ছবি নয়, বেছে ছবি করবেন আগামী দিনে, জানিয়েছিলেন সেকথাও।
তাঁর অভিনয়ের দ্বিতীয় পর্বের শুরু কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ছায়া ও ছবি’ দিয়ে। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। এরপর পর পর তাঁকে দেখা যায় ‘ককপিট’, ‘ঘরে অ্যান্ড বাইরে’, ‘শেষ থেকে শুরু’, ‘মিতিন মাসি’, ‘সাগরদ্বীপে যকের ধন’। ২০১৯-এর পুজোর ছবি ‘মিতিন মাসি’ কেরিয়ার গ্রাফ বদলে দেয় অভিনেত্রীর। সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে অরিন্দম শীলের পরিচালনায় মহিলা গোয়েন্দা চরিত্রে মাত করেন কোয়েল। পাইপলাইনে রয়েছে, সৌকর্য ঘোষালের ‘রক্তরহস্য’, অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘ফ্লাইওভার’, পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বনি’ এবং ‘মিতিন মাসি’র ফ্র্যাঞ্চাইজি। রবিবার, সৌকর্য সোশ্যালে সামনে আনলেন ছবির অফিসিয়াল পোস্টার। কাকতালীয় ভাবে ছবির মুক্তি মাসেই কোয়েলের জন্মদিন। তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথাও একই মাসে।
ক্যাপশনে পরিচালক জানিয়েছেন, স্বর্ণজার প্রথম রূপ তুলে ধরলাম আপনাদের সামনে। অনেক যত্নে গড়েছি যার চরিত্র। আরও যত্নে যার মধ্যে প্রাণ ঢেলেছেন @yourkoel এই ১০ই এপ্রিল মুক্তি পাচ্ছে রক্তরহস্য আজ এসে গেল তার #OfficialPoster #RawktoRawhoshyo।
এর আগে নবজাতক কোলে কোয়েলের আগামী ছবির দৃশ্য নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। সৌকর্য তাঁর নতুন ছবিকে ইমোশনাল থ্রিলার জঁনারে ফেলছেন। গোটা ছবিটাই এক মায়ের অনুভূতির টানাপোড়েনের ওপর তৈরি। একই সঙ্গে লার্জার দ্যান লাইফ চরিত্র স্বর্ণজা। তার জার্নিই ‘রক্তরহস্য’-এর পটভূমিকায়।
পরিচালকের দাবি, স্বর্ণজা কোয়েলকে ছাড়া আর কাউকেই মানাবে না। তাই তিনি চরিত্রটি নিয়ে যান অভিনেত্রীর কাছে। এবং কোয়লকে চিত্রনাট্য শোনানোর পর তিনি নিজেই প্রযোজক হিসেবে সুরিন্দর ফিল্মসের কথা বলেন। এরপর কোয়েলের স্বামী এবং সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানে চিত্রনাট্য শুনে ছবিটা করার সিন্ধান্ত নেন। ১৫ নভেম্বর থেকে শুট শুরু হয় ‘রক্ত রহস্য’-এর। কোয়েল ছাড়াও ছবিতে রয়েছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



