সন্তানের জন্য ১৭২ কোটির বিলাসবহুল বাড়ি সাজিয়েছেন প্রিয়াঙ্কা-নিক

বিনোদন ডেস্ক: গত ১৫ জানুয়ারি সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি। তবে ২০২২ সালে সন্তানের জন্ম হলেও নতুন অতিথির জন্য সেই ২০১৮ সালে বিয়ের পর থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন জনপ্রিয় এই দুই তারকা। অনাগত সন্তানের কথা ভেবে তখন থেকেই বড় বাড়ির খোঁজে ছিলেন। চাইছিলেন এমন এক প্রাকৃতিক পরিবেশ যেখানে তাঁদের সন্তান স্বাচ্ছন্দ্যবোধ করবে।

অবশেষে চাওয়ামতো বাড়ি পেয়েও যান। ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সে বাড়িটি কিনতে ২০ কোটি ডলার [প্রায় ১৭২ কোটি টাকা] মূল্য চুকাতে হয়। ১৫ হাজার বর্গফুটের বাড়িতে সাতটি বেডরুম ও ১১টি বাথরুম আছে। ইনডোর গেমস খেলার আলাদা জায়গা আছে, এছাড়াও আছে বড় সুইমিং পুল। তবে বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ বড় খোলা প্রান্তর। যেখানে ঘণ্টার পর ঘণ্টা নিভৃতে সময় কাটানো যাবে।

দুই তারকার ঘনিষ্ঠ সূত্র, জানিয়েছে নতুন অতিথি আসার আগে টানা কয়েক মাস ধরে নানা প্রস্তুতি নিয়েছেন প্রিয়াঙ্কা-নিক। বাড়িটিকে নতুন সন্তানের জন্য যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছেন। তবে প্রস্তুতি এখনো শেষ হয়নি। কারণ নির্ধারিত সময়ের তিন মাস আগেই সন্তান এসেছে পৃথিবীতে।

আলো-আধারিতে কাকে চুমু দিলেন শ্রাবন্তী

তিন বছরের বেশি সময়ের দাম্পত্য জীবন হলেও ব্যস্ততার কারণে খুব কম সময়ই একসঙ্গে কাটাতে পেরেছেন প্রিয়াঙ্কা-নিক

সূত্র : বলিউড হাঙ্গামা