লাইফস্টাইল ডেস্ক: সন্তানের জন্য যে কোনও রকম ঝুঁকি নিতে পারেন মায়েরা। তা সে মানুষ হোক বা কোনও পশু। জীবন বিপন্ন করেও সন্তানকে শিকারির হাত থেকে ছিনিয়ে আনল এক মা। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
নিজে শিকার হয়ে যেতে পারে, এই সম্ভাবনা থাকা সত্ত্বেও সন্তানের জন্য জীবন বাজি রেখে শিকারির বিরুদ্ধে রুখে দাঁড়াল মা। এই মা কোনও মানুষ নন, ইঁদুর।
ইঁদুরের গর্তে ঢুকে একটি বাচ্চাকে মুখে করে নিয়ে যাচ্ছিল বিষধর সাপ। সেটি টের পেতেই সাপের পিছু ধাওয়া করে মা ইঁদুর। সাপের উপর বার বার হামলা চালাতে দেখা যায় ইঁদুরটিকে। সাপও নাছোড়। ইঁদুরের ছানাটিকে মুখে নিয়ে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করছিল। কিন্তু ইঁদুরটিকে দেখা যায় সাপের লেজ এবং গায়ে বার বার কামড় বসাতে।
শিকার করতে গিয়ে হামলার মুখে পড়ে ইঁদুরের ছানাটিকে ছেড়ে দিয়ে জঙ্গলে ঢুকে যায়। তখনও তার পিছু নিয়েছিল ইঁদুরটি। সাপটিকে তার ‘এলাকা’ ছাড়া করিয়ে ফের সন্তানের কাছে ফিরে আসে মা ইঁদুর। তত ক্ষণে বাচ্চা ইঁদুরটিও গুটি গুটি পায়ে তার মায়ের দিকে এগিয়ে যায়।
সাধারণত ইঁদুরকে শিকার বানায় সাপ। এ ক্ষেত্রে ঠিক উল্টো ছবি ধরা পড়ল। সন্তানকে বাঁচাতে মা ইঁদুরের হামলায় পালাল সাপ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
নিজের সঙ্গে নিজের প্রেম-বিয়ে! এবার হানিমুনে যাচ্ছেন সেই তরুণী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।