জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে নিজ সন্তানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তাসলিমা বেগম নামের এক মা। এ পরিস্থিতিতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাসলিমা বেগম জানান, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মিল্কী এলাকায়। প্রায় ২ বছর আগে স্বামী ইউসুফ আলী মারা যান। মেজ ছেলে মনিরুল ইসলাম বাড়ি ও জমি লিখে দিতে চাপ সৃষ্টি করেন। তখন বাড়ি, পুকুরসহ ৫ বিঘা জমি ৪ ছেলে ও ২ মেয়ের নামে বন্টন করে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল মা ও বড় ভাই নাসিরুলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকেন। এসব জমিতে চাষাবাদ করতে বাধা প্রদান করছেন।
তাসলিমা বেগম বলেন, ‘বাধ্য হয়ে শুক্রবার মনিরুলের বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগপত্র দাখিল করেছি। মনিরুল তার নানার প্রায় ১৪ বিঘা জমি জালিয়াতির মাধ্যমে ভোগ দখল করছে।’ সংবাদ সম্মেলনে তাসলিমা বেগমের বড় ছেলে ও দুই মেয়ে উপস্থিত ছিলেন।
এর আগে ১১ মার্চ সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত ছেলে মনিরুল ইসলাম। তিনি অভিযোগ করেন নিজ নামীয় ও পিতার সম্পত্তির অংশ দখলে পাচ্ছেন না বলে। পিতার মৃত্যুর পরও ভাইয়েরা পিতার ব্যবসা ও জমিজমার অংশ তাকে বুঝিয়ে দিচ্ছেন না বলে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।