Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : হজ যে বছর ফরজ হয়, ওই বছরই আদায় করে নেয়া উচিত। অহেতুক কারণে বিলম্ব করা গুনাহ। একবার হজ ফরজ হলে তা আর কখনো মাফ হয় না। (আহসানুল ফাতাওয়া, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৫২৮)
নিজের হজ আগে করতে হবে, পরে অন্যের হজ। মনে রাখতে হবে, আগে নিজের হজ আদায় করে পরে মাতা-পিতার হজের চিন্তা। তবে সামর্থ থাকলে তাদের নিয়ে একসঙ্গে হজ করা যাবে। অন্যথায় আগে নিজের ফরজ আদায় করা উচিত। (রহিমিয়া, খণ্ড: ৮, পৃষ্ঠা: ২৮২)
অনেকে মনে করেন, আগে সন্তানের বিয়ে দিতে হয়। তারপর হজ আদায়। অথচ এ কথা শরিয়ত সমর্থিত নয়। ইসলামের দৃষ্টিতে সন্তানের বিয়েও খুবই জরুরি। তাই বলে সন্তানের বিয়ের জন্য হজে বিলম্ব করা যাবে না। (রহিমিয়া, খণ্ড: ৮, পৃষ্ঠা: ২৭৬)
সম্পাদনা : রাশিদ, ইমরুল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।