সন্তান জন্ম দেওয়ার ‘অনুশীলন’ চলছে আমার-নিকের, বললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : দেশি গার্ল খ্যাত বলিউড-হলিউডের ব্যস্ত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া কবে মা হবেন? বারবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফের একই প্রশ্ন করা হল তাঁকে। জবাবে প্রিয়াঙ্কা জানালেন, নিক এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার একটি বড় অংশ জুড়ে রয়েছে সন্তানের জন্ম দেওয়া। ‘ম্যাট্রিক্স: দ্য রেসারেকশন’-এর অভিনেত্রীর কথায়, ‘ঈশ্বরের ইচ্ছায়, যে দিন হবে, সে দিন হবে।’

পেশাদার জীবনে তাঁদের ব্যস্ততা নিয়ে প্রশ্ন তোলায় ‘পিগি চপস’-এর সরাসরি জবাব, ‘আমরা এতটাও ব্যস্ত নই যে সন্তান জন্ম দেওয়ার ‘অনুশীলন’-এর সময় পাচ্ছি না।’ অভিনেত্রী এ-ও জানিয়েছেন যে, পরিবারে সন্তান আসার পর পেশাদার জীবনে একটু রাশ টানবেন তাঁরা।

এর আগেও এক বার গুজব রটেছিল, মা হতে চলেছেন ‘দেশি গার্ল’। তার কারণ প্রিয়াঙ্কা নিজেই। নেটফ্লিক্সের ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’ অনুষ্ঠানে প্রিয়াঙ্কাবলেন, ‘উই আর এক্সপেক্টিং…’’ (ইংরেজিতে সন্তান ধারণের কথা জানাতে অনেকেই বলেন, ‘এক্সপেক্টিং আ চাইল্ড’)। ফলে এটুকু শুনেই অনেকের ধারণা হয়, অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করতে চলেছেন প্রিয়াঙ্কা

কিন্তু বাক্যটির শেষে তিনি জুড়ে দেন, ‘‘বাড়ি গিয়ে মদ্যপান করে আমি আর নিক ঘুমোতে চাই।’ চার দিকে হাসির রোল ওঠে তার পর। অনেকের মতে, তখনই বলি নায়িকা অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তা সত্যি নয় বলে জানা যায় পরে। খবর-আনন্দবাজার

টালিউডের সেরা ৫ প্রেমিক জুটি! বছরজুড়ে চুটিয়ে প্রেম করেছেন যারা