নোয়াখালীতে এগারো মাসের শিশু সন্তানকে বিক্রি করে অপহরণের নাটক সাজিয়েছেন তারই মা। এই অভিযোগে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার রাতে সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামারবাড়ী থেকে অপহৃত শিশু মো. ইমরান হোসেন ইস্রাফিলকে উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।
উদ্ধার মো. ইমরান হোসেন ইস্রাফিলের বাবার নাম মো. আলাউদ্দিন। কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার মাছিমপুর গ্রামে তার বাড়ি।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ইস্রাফিলের মা রেহানা আক্তার (৩০) ৫০ হাজার টাকায় মাফিয়া আক্তারের (৪০) কাছে শিশু ইস্রাফিলকে বিক্রি করে। এতে সহযোগীতা করেন তার নিকটাত্মীয় রেহানা আক্তার (২২)।
এদিন এক গাড়ি চালক ফেনীর মহিপালের সিএনজি স্টেশনে তার ছেলে অপহরণ হয়েছে- এ মর্মে থানায় অভিযোগ দায়ের করেন। গোয়েন্দা পুলিশ অজ্ঞাত ওই চালককে আটক করলে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসে।
পরে রোববার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামার বাড়ী থেকে অপহৃত শিশু ইস্রাফিলকে উদ্ধার করা হয়। এসময় তার মা রেহানা আক্তার, নিকটাত্মীয় রেহানা আক্তার ও ক্রেতা মাফিয়া আক্তারকে আটক করা হয়।
এদিকে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি রনজিত কুমার বড়ুয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।