জুমবাংলা ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে আজিজুল হক নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শহর থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে ছোট ভাই কৃষক সেকেন্দার আলীর ৬৫ শতক জায়গা দখলের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা গ্রামে এ ঘটনায় সন্ত্রাসীদের মারপিট ও ছুরিকাঘাতে আহত সেকেন্দার আলীকে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ আওয়ামী লীগ নেতা আজিজুল হকের ছেলে মঞ্জু আলম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তারিন সরকারকে আটক করেছে।
অভিযোগে জানা গেছে, সিংজানি গ্রামে ৬৫ জমির মালিকানা নিয়ে সেকেন্দার আলীর সঙ্গে বড় ভাই বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আজিজুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেকেন্দার দাবি করেন, জায়গাটি তার কেনা ও আর আজিজুল বলেন, এটি তাদের পৈতৃক।
সোমবার দুপুরে আজিজুল হকের পক্ষে আওয়ামী লীগ নেতা মুক্তারিন সরকার বগুড়া শহর থেকে বেশ কয়েকজন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে। তারা সেকেন্দার আলীকে মারপিট করে তার ৬৫ শতক জায়গা দখল ও সেখানে তিনটি ঘর তোলে। এরপরই নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় সেকেন্দার আলীর লোকজন মুক্তারিন সরকারকে মারপিট করে।
নন্দীগ্রাম থানা পুলিশ দুই পক্ষকে থানায় ডেকে কাগজপত্র দাখিল করতে বলে। এ সময় মুক্তারিন থানার মধ্যেই সেকেন্দার আলীকে দেখে নেবার হুমকি দেন। পরে মুক্তারিন ও তার লোকজন সেকেন্দার আলীকে মারপিট ও হাতে ছুরিকাঘাত করে। তাকে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আলো জানান, জায়গা নিয়ে দুই ভাই সেকেন্দার ও আওয়ামী লীগ নেতা আজিজুলের মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার আজিজুল শহর থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে সেকেন্দারকে মারপিট ও জায়গা দখল করে সেখানে তিনটি ঘর তুলেছে।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। দুই পক্ষকে থানায় ডেকে ফারায়াজের কাগজপত্র তৈরি করতে বলেন। এ সময় থানার মধ্যে আজিজুলের পক্ষ নিয়ে মুক্তারিন সরকার ছোট ভাই সেকেন্দারকে হুমকি দেয়। পরবর্তীতে সেকেন্দারকে মারপিট ও ছুরিকাঘাত করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকায় মুক্তারিন সরকার ও আজিজুলের ছেলে মঞ্জু আলমকে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।