কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরী সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খােলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১১ সেপ্টেম্বর (বুধবার) থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি) অধ্যাপক ড. মো: আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শিক্ষার্থীদের অধ্যয়ন ও পাঠসেবার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর এই পরিসেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে ।
উল্লেখ্য, লাইব্রেরীর নিয়মিত সকল প্রশাসনিক কার্যক্রম (লাইব্রেরী কার্ড করা, বই লেনদেন কার্যক্রম, ক্লিয়ারেন্স প্রদান ইত্যাদি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সম্পন্ন করা হবে এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধুমাত্র রিডিং সার্ভিস ও ই-রিসাের্স সেন্টার চালু থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।