Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আবদুল বাতেন চৌধুরী সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল শহরে নিজ বাসায় আছেন।
সোমবার রাতে পরিবারের ৩ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানান তার সহকর্মী ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ মিলন।
ড. আবদুল বাতেন চৌধুরী জানান, স্ত্রী ও এক সন্তানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। কাশি ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যা নেই। সবাই এখন সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই চিকিৎসা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।