Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফিরোজা পারভীন ছাড়াও তার দেড় বছরের শিশু সন্তান, পিতা, মাতা ও করোনা আক্রান্ত হয়েছেন। তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন।
বৃহস্পতিবার রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিমুল হায়দার শুক্রবার দুপুরে নিশ্চিত করেন।
এই ব্যাপারে ইউএনও নাজিমুল হায়দার জানান, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন হোম আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি তার পরিবারে সদস্যরাও হোম আইসোলেশনে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।