বিনোদন ডেস্ক : ‘দ্য রক’ নামে পরিচিতি সাবেক রেসলার ও হলিউড তারকা ডোয়াইন জনসন সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার ভক্তদের জানান, তার পাশাপাশি স্ত্রী ও দুই মেয়ের কোভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।
ইনস্টাগ্রামে ১১ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন ডোয়াইন জনসন। সেখানে নিজের কথা উল্লেখ করে জানান, স্ত্রী লরেন হাশিয়ান এবং দুই মেয়ে জেসমিন (৪) ও টিয়ানা (২) এ ভাইরাসে আক্রান্ত।
অভিনেতা জানান, করোনার পরীক্ষা ছিল এ যাবতকালে তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ও কঠিন একটা অভিজ্ঞতা।
ডোয়াইন জনসন বলেন, সব সময়ই পরিবার ও ভালোবাসার মানুষদের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এসেছেন। আশা করেছিলেন, শুধু তারই করোনা পজিটিভ হবে। কিন্তু তা হয়নি। তবে তারা শঙ্কামুক্ত ও ভালো আছেন বলেও উল্লেখ করেন।
নিয়মানুবর্তিতা, মাস্ক পরা ও জনসমাবেশ এড়িয়ে চলার কথা মনে করিয়ে দিয়ে ডোয়াইন জনসন ভিডিও শেষ করেন। ‘ইতিবাচক’ মনোভাব ধরে রাখার কথাও বলেন তিনি।
‘জুমানজি’ তারকা ছাড়াও হলিউডের অনেক সেলিব্রিটি ইতিমধ্যে কডিভে আক্রান্ত হয়েছেন। শুরুতেই এই ভাইরাসের কবলে পড়েন তারকা দম্পতি টম হ্যাঙ্কস ও রিটা উইলসন। তারা নিয়ম মেনে দ্রুত সুস্থ হয়ে করোনা সচেতনতায় কাজ করছেন। এ ছাড়া ইদ্রিস এলবা, অ্যান্টিনিও ব্যান্ডেরাসসহ অনেকে আক্রান্ত হয়েছেন।
এ দিকে চলতি বছরের শীর্ষ পারিশ্রমিকের তালিকায় এক নম্বরে রয়েছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। আগের বছরও একই অবস্থানে ছিলেন অ্যাকশন সিনেমার জনপ্রিয় এ নায়ক।
গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত পারিশ্রমিক হিসাব করে আগস্টের শুরুতে এ তথ্য প্রকাশ করেছে ফোর্বস। এক প্রতিবেদনে বলা হয়, সাবেক এ রেসলার আয় করেছেন পৌনে ৯ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৭৪৬ কোটি টাকার মতো। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে নেটফ্লিক্স থ্রিলার ‘রেড নোটিশ’-এর পারিশ্রমিক ২.৩৫ কোটি ডলার। পোশাক ব্র্যান্ড থেকেও এসেছে ডোয়াইনের আয়ের একটি বড় অংশ।
বর্তমানে তার হাতে রয়েছে জঙ্গল ক্রুস ও ব্ল্যাক অ্যাডাম শিরোনামের চলচ্চিত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।