আন্তর্জাতিক ডেস্ক : দেশের কর্মজীবীদের পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ দিতে সপ্তাহে মাত্র চারদিন অফিসের নিয়ম করার প্রস্তাব দিয়েছেন ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সানা মেরিন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, দিনের পাশাপাশি কমানো হয়েছে কর্মঘণ্টাও। এখন থেকে সেদেশের মানুষ ছয় ঘণ্টা করে কাজ করবেন।
৩৪ বছরের সানা বলছেন, ‘আমি বিশ্বাস করি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর অধিকার আছে দেশের মানুষের। এটি তাদের শখ, ভালোবাসা এবং জীবনের একটা ক্ষেত্র।’
এক সন্তানের মা সানা মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে নিজ শহর ত্যামপেরে’র কাউন্সিল প্রধান নির্বাচিত হন। এরপর দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রুত উন্নতি করতে থাকেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
ফিনল্যান্ডে এখন পর্যন্ত সপ্তাহে পাঁচদিন কাজের নিয়ম। কর্মীদের অফিসে থাকতে হয় আট ঘণ্টা করে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর এই প্রস্তাব পাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অধিকাংশ এমপি সাধুবাদ জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।