Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বেইজিং সময় দুপুর ১টা ৪৯ মিনিটে নব প্রজন্মের মনুষ্যবাহী পরীক্ষামূলক নভোযানটি সফলভাবে ফিরে আসে দেশটির উত্তরাঞ্চলীয় ডংফেং অবতরণকেন্দ্রে। সিনহুয়া।
চায়না ম্যানড স্পেস এজেন্সি(সিএমএসএ) জানিয়েছে, পরীক্ষামূলক মিশন সম্পূর্ণভাবে সফল হয়েছে।
গত মঙ্গলবার চীন তার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানের ওয়েনচ্যাং স্পেস সেন্টার থেকে লংমার্চ ক্যারিয়ার রকেটের মাধ্যমে কোন ক্রু ছাড়া ওই পরীক্ষামূলক নভোযান উৎক্ষেপণ করে।
পরীক্ষামূলক নভোযানটি কক্ষপথে দুইদিন ১৯ ঘন্টা প্রদক্ষিণের সময় বেশ কয়েকটি মহাশূণ্য বিজ্ঞান ও প্রযুক্তিগত সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে সিএমএসএ।
এটি উদ্ভাবন করেছে চায়না একাডেমি অব স্পেস টেকনোলজী(সিএএসটি)।
নতুন নভোযানটি লম্বায় ৯ মিটার ও প্রস্থে সাড়ে ৪ মিটার। এটার ওজন ২০ টনের বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।