সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করে রেকর্ড গড়তে যাচ্ছেন মাহমুদ আলী

সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করে রেকর্ড গড়তে যাচ্ছেন মাহমুদ আলী

জুমবাংলা ডেস্ক : দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার বাজেট পেশ করে রেকর্ড গড়তে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাঁর আগে দেশে ৮২ বছর বয়সে কেউ বাজেট পেশ করেননি। অর্থনীতির টানাপোড়েনের এক বিশাল বোঝা তার কাঁধে। দেখার বিষয় তাঁর দীর্ঘ অভিজ্ঞতার ভাণ্ডার থেকে নতুন কি চমক থাকছে বাজেটে।

সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করে রেকর্ড গড়তে যাচ্ছেন মাহমুদ আলী

১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেন আবুল হাসান মাহমুদ আলী। অর্থনীতির ছাত্র হিসেবে ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেই সেখানেই ২ বছরের জন্য যোগ দেন শিক্ষকতায়। ১৯৬৬ সাল থেকে পরের ৫ দশকের পুরোটাই কেটেছে পেশাদার কূটনৈতিক হিসেবে।

আবুল হাসান ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হন। পরে ২০০২ সালে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন তিনি। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ এ বছরই দেশের ১৮তম অর্থমন্ত্রীর দায়িত্ব পান দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।

সবচেয়ে বেশি বয়সে বাজেট পেশ করে রেকর্ড গড়তে যাচ্ছেন এই অর্থমন্ত্রী। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, রির্জাভ ও ডলার সংকটকালীন সময়ে এবারে বাজেটে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে।

সুখী সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামের বাজেট পেশ করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট।