আন্তর্জাতিক ডেস্ক : ৮০ মিলিয়ন ডলারে দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ি কিনে নিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাড়িটি দুবাইয়ের উপকূলবর্তী একটি ভিলা।
পাম জুমেইরার বাড়িটি চলতি বছরের শুরুর দিকে মুকেশ আম্বানির কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানির জন্য কেনা হয়। তবে গোপন থাকার পর এবার বাড়িটির মালিকের নাম প্রকাশ্যে এল।
হাতের তালু আকৃতির কৃত্রিম দ্বীপপুঞ্জটির উত্তর অংশে অবস্থিত এই ভিলা। বাড়িটিতে ১০টি বেডরুম, একটি ব্যক্তিগত স্পা এবং ইনডোর ও আউটডোর পুল রয়েছে।
ধনকুবেরদের প্রিয় বিনিয়োগ-গন্তব্য হয়ে উঠেছে দুবাই। সংযুক্ত আরব আমিরাত সরকার অতিধনীদের দীর্ঘমেয়াদে ‘গোল্ডেন ভিসা’ দিচ্ছে। বিদেশিদের বাড়ি কেনার ক্ষেত্রে বিধিনিষেধও শিথিল করা হচ্ছে। ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ও বলিউড তারকা শাহরুখ খান হবেন আম্বানির নতুন প্রতিবেশী।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ৯৩.৩ বিলিয়ন ডলার সম্পদের মালিক মুকেশ আম্বানির তিন উত্তরাধিকারীর একজন অনন্ত আম্বানি। বিশ্বের ১১শতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ৬৫ বছর বয়সি এই শিল্পপতি ধীরে ধীরে সন্তানদের হাতে ব্যবসা ছেড়ে দিচ্ছেন।
আম্বানি পরিবার বিদেশের রিয়েল এস্টেট খাতে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। তিন ভাইবোনের বসবাসের জন্য পশ্চিমা দেশগুলোকে পছন্দ।
গত বছরই বড় ছেলে আকাশ আম্বানির জন্য ব্রিটেনে স্টোক পার্ক লিমিটেড কিনতে ৭৯ মিলিয়ন ডলার খরচ করেছে রিলায়েন্স। সম্প্রতি রিলায়েন্স টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান হয়েছেন আকাশ।
আকাশের যমজ বোন ইশা নিউইয়র্কে বাড়ি খুঁজছেন বলেও জানা গেছে।
দুবাইয়ের বিলাসবহুল ভিলা কেনার বিষয়টি গোপন রাখা হয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।
পাম জুমেইরার এই সম্পত্তি কেনার বিষয়ে রিলায়েন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।
জানা গেছে, এই বিলাসবহুল বাড়ির মালিকানা সরাসরি অনন্তের হাতে থাকবে না। আম্বানি পরিবারের দীর্ঘদিনের সহযোগী এবং রিলায়েন্স গোষ্ঠীর কর্পোরেটবিষয়ক পরিচালক পরিমল নাথওয়ানি বাড়িটির রক্ষণাবেক্ষণ করবেন।
সূত্র: ব্লুমবার্গ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।