বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নির্মাতা ফারাহ খান। বাণিজ্যিক ঘরানার সিনেমার সফল নির্মাতা তিনি। একসময় তার সিনেমা মানেই বক্স অফিস হিট বলেই ধরে নিত দর্শক। শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু এই পরিচালকের হাত ধরে অনেক নতুন তারকাই ইন্ডাস্ট্রিতে এসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সুপারস্টার অভিনেত্রী দিপীকা পাড়ুকন এবং আইটেমগার্ল খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
সম্প্রতি একটা সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত তার এত বছরের স্ট্রাগলের কথা শেয়ায় করেন।
তিনি জানান, তাদের পাড়ায় মেয়েরা গ্লামারাস কাপড়-চোপড় পরতে পারত না, তাই ফারাহ খানের অফিস থেকে যখন তাকে মে হু না সিনেমার অডিশনের জন্য ডাকা হয়, সে খুশিতে অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে একটি পর্দা জড়িয়ে নিচে গ্লামারাস ড্রেস পড়ে অডিশনে যান তিনি। ফারাহ খানের সিনেমায় সুযোগ করে দেওয়ার জন্য তার প্রতি এবং শাহরুখ খানের প্রযোজনা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাখি।
এদিকে রাখির দেওয়া সাক্ষাৎকারের জবাবে ফারাহ জানান, “আমি বলিউড ইন্ডাস্ট্রিকে দু-দুটো সুপারস্টার দিয়েছি। একজন হচ্ছেন দিপীকা এবং আরেকজন হচ্ছেন রাখি সাওয়ান্ত। তারা দুজনই অনেক ভালো অভিনয়শিল্পী। কিন্তু রাখি সবার মধ্যে সেরা, সে সব থেকে বেশি পরিশ্রমী এবং ভদ্র মেয়ে ছিল মে হু না সিনেমার সেটে এবং তার জন্য আমি তাকে অনেক ভালোবাসি।”
২০০৭ সালে ফারাহ খানের সিনেমা ওম শান্তি ওমের মধ্য দিয়ে শাহরুখ খানের বিপরীতে অভিষেক ঘটে দিপিকা পাডুকনের। তার আগে ২০০৪ সালে ফারাহ খানের চিত্রনাট্য ও পরিচালনায় শাহরুখ খানেরই সিনেমা মে হু না তে মিনি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রাখি সাওয়ান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।