জুমবাংলা ডেস্ক : সাভারে পৌর কোডবাড়ী এলাকায় এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত দুর্জয় (৪০) সাভার পৌর এলাকার লিয়াকতের ছেলে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের মিয়া বলেন, ভোরে রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। কাওরানবাজার থেকে সাভারের বাসায় ফিরে খাবার খেয়ে রাত ১টার দিকে বাসা থেকে দোকানে সিগারেটে কেনার কথা বলে বেড়িয়ে যান। পরে সারা রাত আর বাসায় ফিরে আসেনি। রাস্তার পাশে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এই হত্যার ঘটনায় আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্র করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।