নজরকাড়া ফিচার নিয়ে নোকিয়া তাদের বেশ কয়েকটি শক্তিশালী ফাইভ-জি স্মার্টফোন ভারতের মার্কেটে রিলিজ করেছে। স্মার্টফোনটির ফিচার দেখে আপনি অভিভূত হয়ে যাবেন। এমনকি নোকিয়ার এসব ফোনের ডিজাইন বেশ আকর্ষণীয়।
সম্ভবত নোকিয়া তাদের সকল ফাইভ-জি স্মার্টফোনগুলোর মধ্যে সবথেকে সেরা হ্যান্ডসেটটি মার্কেটে সবার সামনে উন্মোচন করেছে। নোকিয়ার নতুন X30 ফাইভ-জি স্মার্টফোনের তথ্য ইন্টারনেটে লিক হয়েছে।
ইন্টারনেটে ফাঁস হওয়া তথ্যে দেখা যায় যে এটি বেশ হাই-এন্ড স্পেসিফিকেশন ও ফিচারে ঠাঁসা একটি স্টাইলিশ স্মার্টফোন। স্মার্টফোনের মডেলের নাম নোকিয়া ।
আশা করা হচ্ছে স্মার্টফোনটির পেছনে তিনটি ক্যামেরা লেন্স থাকবে। এ স্মার্টফোনটির কয়েকটি ভেরিয়েন্ট অ্যাভেলেবল থাকবে। ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে।
নোকিয়ার এ ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর ৪৮০ প্লাস ফাইভ-জি প্রসেসর ইন্সটল করা থাকবে। যারা স্মার্টফোন ক্রয় করতে চান তাদের জন্য সুখবর হচ্ছে এটি অলরেডি মার্কেট রিলিজ পেয়েছে।
এবার Nokia G400 5G স্মার্টফোনের কথা আলোচনা করা যাক। এ স্মার্টফোনের দাম হতে পারে ২০ হাজার রুপি ও ২৫ হাজার টাকা। ই-কমার্স ওয়েবসাইটে অর্ডার দিয়ে আপনি স্মার্টফোনটি ক্রয় করতে পারেন। নোকিয়ার এ হ্যান্ডসেটের ডিসপ্লের সাইজ ছয় দশমিক পাঁচ আট ইঞ্চি। এলসিডি টাইপের ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে।
১২০ হার্জ রিফ্রেশ রেটের ফিচার দেওয়া হয়েছে। স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। একবার মোবাইলটি ফুল চার্জ হলে লম্বা সময় পর্যন্ত একটানা ব্যবহার করতে পারবেন। মোবাইলে ১৫ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
নোকিয়া সামনে আরো নতুন ফাইভজি স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে। এসব স্মার্টফোনে অনেক অবাক করে দেওয়ার মত ফিচার ব্যবহার করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।