স্পোর্টস ডেস্ক : ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন গ্রায়েম ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক এই পেস অলরাউন্ডার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ওয়াটসনের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস করতেন ওয়াটসন। ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন তিনি।
১৯৬৬-৬৭ মৌসুমে অজিদের দক্ষিণ আফ্রিকা ও রোডেশিয়া সফরে টেস্ট অভিষেক হয় ওয়াটসনের। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকান এই অলরাউন্ডার। কিন্তু গোড়ালির ইনজুরিতে ছিটকে যান পরবর্তীয় টেস্ট থেকে। ফেরেন জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ম্যাচে।
বল হাতে ২ উইকেট নিলেও ব্যাটিংয়ে ব্যর্থ হন ওয়াটসন। শেষ পর্যন্ত সিরিজ খুইয়ে বাড়ি ফেরে অস্ট্রেলিয়া।
জাতীয় দলে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সফল ছিলেন ওয়াটসন। ১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৫ সালে শেফিল্ড শিল্ড জেতেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।