সবাইকে চমকে দিয়ে শাকিবের জন্মদিনে যে উপহার দিলেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক: ঢালিউড জনপ্রিয় তারকা শাকিব খানের জন্মদিন ছিল মঙ্গলবার। বিশেষ দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ইন্ডাস্ট্রির মানুষের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হয়েছেন এ অভিনেতা। এ ছাড়া তার স্ত্রী ও নায়িকা শবনম বুবলীর শুভেচ্ছাবার্তাও ছিল নেটিজেনদের আগ্রহের খাতায়।

শত শুভেচ্ছার ভিড়ে নিশ্চুপ ছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। এমনকি এই সংসারের পুত্র আব্রাম খান জয়ের পেজ থেকেও কোনো বার্তা আসছিল না। তবে অনেকেই আঁচ করতে পেরেছিলেন, শেষ চমকটা দেখাবেন অপু-জয়ই।

হ্যাঁ, অনুমানের সঙ্গে বাস্তবতার মিল শতভাগ। জন্মদিনের রাতে কেক-উপহার নিয়ে শাকিবের বাসায় হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও জয়। এর পর আনন্দ-উচ্ছ্বাসে পুত্রের সঙ্গে কেক কেটেছেন ঢালিউড নবাব। এমনকি বাবাকে কাগজে তৈরি একটি প্রতীকী শার্টও উপহার দিয়েছেন জয়। এ সময় শাকিবের বোন, ভগ্নিপতিও উপস্থিত ছিলেন।

উদযাপনের মুহূর্তের কয়েকটি ছবি বুধবার সকালে জয়ের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা— ‘দেরিতে আপলোড করা হলো। তুমি আমার সুপারহিরো, তুমি আমার পৃথিবী। তোমাকে ভালোবাসি বাবা। শুভ জন্মদিন আমার কিং বাবা।’

জয়ের ওই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন অপু। আর লিখেছেন— ‘পৃথিবীতে একজন বাবা তার সন্তানের একমাত্র বন্ধু। যখন বাবা ও সন্তানের পোশাক মিলে যায় (দুজনের পরনেই সাদা রঙের একই ডিজাইনের টি-শার্ট)।’

এর আগে মঙ্গলবার রাতেই অপু একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে দেখা যায়, শাকিব আদর করছেন পুত্র জয়কে। টেবিলে সাজানো কেক ও ফুলের বুকে। ওই ছবির ক্যাপশনে অপু প্রশ্ন ছুড়েছেন— ‘অনুমান করুন তো, কে?’

অপু-জয় বাসায় গিয়ে কেক কেটে উদযাপন করলেও বুবলী-বীরকে এমন চিত্রে দেখা যায়নি। ফলে অনেকে বলাবলি করছেন— বুবলীর চেয়ে অপুই এখন শাকিবের বেশি ঘনিষ্ঠ। এমনকি শাকিবের পরিবারের সঙ্গেও অপুর আন্তরিকতা বেশি।

দিনে পাঁচ ওয়াক্ত নামাজ বড়ই শান্তির, বললেন মুসলিম হওয়া জনপ্রিয় ভারতীয় অভিনেতা