কার্থিকেয়া ২ সিনেমাটি ভারতের জনপ্রিয় তেলেগু ফিল্মের একটি। এ সিনেমায় নিখিল প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেছেন। সিনেমাটির পরিচালক চান্ডু মনডেটি।
সিনেমাটি জনপ্রিয় হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। একশন এডভেঞ্চার এবং থ্রিলিং সবকিছুর কম্বিনেশন রয়েছে এ সিনেমায়। দর্শকরা সিনেমাটি এতই পছন্দ করেছে যে প্রায় ১১০ কোটি রুপির উপরে এখনো পর্যন্ত লাভ করা সম্ভব হয়েছে।
কার্থিকেয়া ২ সিনেমাটি এখন শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মধ্যেই সীমাবদ্ধ নেই। সিনেমাটির হিন্দি ভাষায় ডাবিং হওয়ার পর পাবলিশ হয়েছে এবং ভারতের উত্তর অঞ্চলের সব জায়গায় সিনেমাটি জনপ্রিয়তার সহিত পৌঁছে গেছে।
চান্ডু মনডেটির পরিচালিত এ মুভিটি বক্স অফিসে দ্রুত শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। সিনেমাটি অর্থ আয়ের দিক থেকে অনেক জনপ্রিয় হিন্দি মুভিকেও হার মানাতে সক্ষম।
হিন্দিতে যতগুলো দক্ষিণ ভারতীয় মুভি পাবলিশ হয়েছে তার মধ্যে আয়ের দিক থেকে এটি সেরা দশের মধ্যে এখনই অবস্থান করেছে। এমনকি কাবালি, রোবট এবং রাধে শ্যামের মত সিনেমাগুলিও তার পেছনে পড়ে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে একসময় কেজিএফ চ্যাপটার ওয়ান সিনেমাটি সর্বোচ্চ অর্থ আয় এর দিক থেকে এটিও হয়তো পেছনে পড়ে যাবে। কেজিএফ সিনেমাটি ৪৪ কোটি রুপি পর্যন্ত লাভ করতে সক্ষম হয়েছিল।
আরো একটি তেলেগু মুভি ব্রহ্মাস্ত্র পরবর্তী সপ্তাহে রিলিজ হতে যাচ্ছে। অভিনেতা নিখিল ভারতের আরেক জনপ্রিয় হিরো ইয়াশকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।