বিনোদন ডেস্ক: শেষ ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তাতে কী? দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি! বরং ক্রমে বেড়েই চলেছে। এবার ফের তার জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল। আইএমডিবির সমীক্ষা অনুযায়ী জনপ্রিয় ভারতীয় তারকা হয়েছেন সামান্থা।
শুধু তাই নয়, আরম্যাক্স মিডিয়া রেটিং এজেন্সির তালিকায় টানা কয়েক বছর ধরে শীর্ষে আছেন এই দক্ষিণী তারকা। সম্প্রতি সামান্থাকে লন্ডনে আয়োজিত অ্যামাজন প্রাইম ভিডিওর স্পাই-থ্রিলারধর্মী ওয়েবসিরিজ ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে দেখা গিয়েছিল। এই আসরে কালো পোশাকে উষ্ণতা ছড়ান তিনি। ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে তার নানা ছবি নেটজনতার হৃদয়ে জায়গা করে নেয়।
অ্যামাজন প্রাইমের অত্যন্ত জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র পর সামান্থার জনপ্রিয়তা পুরো ভারতে ছড়িয়ে পড়েছিল। এর পর ‘পুষ্পা’ ছবির আইটেম গানে তার নাচ হাজার হাজার তরুণের ঘুম হারাম করে। ‘যশোদা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি। সামান্থাকে শেষ পর্দায় দেখা গেছে প্যান ইন্ডিয়া ছবি ‘শকুন্তলম’-এ। এই ছবিতে তার অভিনয় সমালোচকদের মনে ধরেছে। কিন্তু বক্স অফিসে ছবিটি ভালো আয় করতে পারেনি। ছবিটির বাণিজ্যিক ব্যর্থতার কারণে প্রযোজকদের প্রায় ২২ কোটি রুপির মতো আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়েছে বলে শোনা যাচ্ছে।
সামান্থা এখন ব্যস্ত ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিংয়ে। এই সিরিজে তার বিপরীতে আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।