বিনোদন ডেস্ক : যেকোনো বিষয়েই সচেতনতার কোনো বিকল্প হয় না। সারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যেহেতু মরণ ভাইরাস করোনার ছোবল আছড়ে পড়েছে, তাই সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করছেন তারকারাও। দিচ্ছেন নানা পরামর্শ।
তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সম্পর্কে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি সতর্কতামূলক ভিডিওবার্তা আপলোড করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। যেখানে তিনি বলেছেন, ‘সবাই যদি আমরা একটু সতর্ক হই, বাসায় থাকি এই ক’টা দিন, তাহলে পরিস্থিতি সহজেই সামাল দেয়া সম্ভব হবে।’
নায়িকা এও বলেন, ‘আপনি হয়তো মনে করছেন এই ভাইরাস আপনার ওপর প্রভাব বিস্তার করবে না। কিন্তু আপনার জন্য আপনার পাশের মানুষটি আক্রান্ত হতে পারে। সবার রোগ প্রতিরোধ ক্ষমতা সমান নয়। তাই মাস্ক পরুন, হাত পরিষ্কার রাখুন।’
কাজের ক্ষেত্রে নুসরাত ফারিয়াকে সবশেষ ‘শাহেনশাহ’ ছবিতে দেখা গেছে। এ মাসেই ছবিটি মুক্তি পেয়েছে। সেখানে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সুপারস্টার নায়ক শাকিব খানের সঙ্গে। ছবিতে আরও আছেন সাবেক সংবাদ পাঠিকা রোদেল জান্নাত। এটি তার অভিষেক চলচ্চিত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



