মির্জা ফকরুলের বাসার সবাই নিগেটিভ

জুমবাংলা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার বাসার সবার ক‘রোনার নমুনা পরীক্ষার ফল নিগেটিভ এসেছে।

আজ (২১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার মির্জা ফখরুল ও তার পরিবারের সবার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা কিছুটা দুর্বল। এ কারণে চিকিৎসকরা তাকে কিছু দিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন।

১১ জানুয়ারি ক’রোনার নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের। এর পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই ও ভাইয়ের স্ত্রী এবং কাজের লোকসহ সবাই ক’রোনা পজিটিভ হন।