বিনোদন ডেস্ক: ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান মুক্তির পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় কয়েকটি উগ্রবাদী সংগঠন। প্রকাশ্যে বয়কটের ঘোষণাও আসে। তাদের সঙ্গে স্বর মেলান ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও। মুসলিম উলামা বোর্ডের পক্ষ থেকে নাম পরিবর্তনের দাবি তোলা হয়। এবার ‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন প্রখ্যাত বলিউড চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার।
এদিন সমালোচকদের একহাত নিলেন জাভেদ। অনেকটা বিদ্রুপের সুরে আলাদা সেন্সর বোর্ড করার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘যদি উনি (নরোত্তম মিশ্র) ভাবেন যে মধ্যপ্রদেশের জন্য আলাদা সেন্সর বোর্ড থাকা উচিত, তাহলে তারা ছবিটি আলাদাভাবে দেখতেই পারেন। আর যদি তারা কেন্দ্রীয় সরকারের ফিল্ম সার্টিফিকেশন নিয়ে অখুশি হন তাহলে আমাদের তার মধ্যে আসা উচিত নয়। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার।’
ধর্মের সেন্সর বোর্ড নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেন্দ্রে একটি সেন্সর বোর্ড আছে, মধ্যপ্রদেশে আরও একটি সেন্সর বোর্ড তৈরি হবে। সমস্যা কোথায়? আমাদের দেশে ৪-৫টি প্রধান ধর্ম আছে, আর তাদের সবার নিজেদের একটি করে সেন্সর বোর্ড থাকা উচিত। তাহলে হয়তো মৌলবাদীরা ছবি দেখা শুরু করবেন। প্লিজ এটা করুন। এটা করুন।’
গত ১২ ডিসেম্বর ‘বেশরম রং’ মুক্তি পেয়েছিল। আর সেই থেকে শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্কে নাম লিখিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও। তিনি তখন সাফ সাফ হুমকি দিয়ে বলেছিলেন তার রাজ্যের এই ছবিটি ততক্ষণ প্রদর্শিত হবে না যতক্ষণ না এই ছবির বেশ কিছু দৃশ্যে বদল আনা হচ্ছে এবং পোশাকের রং বদল করা হচ্ছে।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় গুপ্তচর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। খল চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।