অক্টোবরের ২৭ তারিখে শাওমি ঘোষণা দিয়েছে যে, তারা রেডমি নোট ১২ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। আগামী নভেম্বর মাসে বিশ্বব্যাপী বাজারে শাওমির নতুন সিরিজের স্মার্টফোন মার্কেটে রিলিজ করা হবে।
নোট ১২ স্মার্টফোনের ডিসপ্লে এর সাইজ হবে ৬.৬৭ ইঞ্চি। সুপার এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হবে। স্ক্রিনের রেজুলেশন হবে ১০৮০ গুণ ২৪০০ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগণ ফোর জেন ওয়ান চিপসেট দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে।
স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। হ্যান্ডসেটের সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। লিথিয়াম আয়নের পাঁচ হাজার মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে।
শাওমি নোট ১২ মোবাইলে ৩৩ ওয়াটা এর ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। স্মার্টফোনের দাম হতে পারে ১৩ হাজার রুপি ও ১৭ হাজার টাকা।
শাওমি রেডমি নোট ১২ সিরিজ এ ৪ ভেরিয়েন্টের স্মার্টফোন যোগ করা হয়েছে। নোট ১২ স্ট্যান্ডার্ড ভার্সন ব্যতীত নোট ১২ প্রো, নোট ১২ প্রো প্লাস ও নোট ১২ এক্সপ্লোরার এডিশন মার্কেটে অ্যাভেলেবল থাকবে।
শাওমি রেডমি নোট ১২, ১২ প্রো এবং ১২ প্রো প্লাস স্মার্টফোনের ডিসপ্লের সাইজ ও রেজুলেশনে একই। তবে নোট ১২ হ্যান্ডসেটে এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হলেও 12 ও 12 প্রো প্লাস মোবাইলে ওএলইডি প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে।
রেডমি নোট ১২ স্মার্টফোনে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া থাকবে। তবে নোট ১২ প্রো স্মার্টফোনের র্যাম হবে ৬ জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকবে ১২৮ জিবি।
শাওমি তাদের রেডমি নোট ১২ প্রো প্লাস স্মার্টফোনে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ এর অপশন দিয়েছে। তিনটি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে।
শাওমি রেডমি নোট ১২ প্রো স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। অন্যদিকে বার প্রো প্লাস হ্যান্ডসেটে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ইনস্টল করা থাকবে। উভয় স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইনস্টল করা থাকবে।
পাঁচ হাজার মেগাহার্জের ব্যাটারি নোট ১২ প্রো ও প্রো প্লাস স্মার্টফোন দুইটিকে পাওয়ার প্রদান করবে। ১২ প্রো হ্যান্ডসেটে ৬৭ ওয়াট ও প্রো প্লাস হ্যান্ডসেটে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া থাকবে।
রেডমি নোট ১২ প্রো স্মার্টফোনের দাম হবে ১৮ হাজার রুপি ও ২৪ হাজার টাকা। অন্যদিকে ১২ প্রো প্লাস হ্যান্ডসেটের দাম হবে ২৩ হাজার রুপি ও ৩০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।