জুমবাংলা ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে এবং সেই সাথে সবুজায়ন বৃদ্ধির জন্যই পিফোরজি জোটে বাংলাদেশ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
গ্রিন গ্রোথ এন্ড গ্লোবাল গোলস ২০৩০ (পিফোরজি)-এ অংশগ্রহণ করা নিয়ে ২০১৮ সাল থেকেই আলোচনা হয়ে আসছিলো। আর এরই মধ্যে সেই জোটে বাংলাদেশের অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দিলেন শাহরিয়ার।
বাংলাদেশের সাথে সাথে এই ফোরামে আরও যোগ দিয়েছে ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকো।
পিফোরজি ফোরামে অংশগ্রহণকারী অন্যান্য দেশগুলো হলো- চিলি, কলোম্বিয়া, ডেনমার্ক, ইথিওপিয়া, কেনিয়া, মেক্সিকো, নেদারল্যান্ড, কোরিয়া ও ভিয়েতনাম।
এ ফোরামে বাংলাদেশের পক্ষে বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে হলে পিফোরজি সত্যিই একটি যুগান্তকারী উদ্ভাবন এবং এটি কাজের মডেল হিসেবে ব্যবহার করা যাবে।
এদিকে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পরারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজিএস) অনুযায়ী বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে এবং দ্য প্যারিস এগ্রিমেন্টে সরকারি বেসরকারি অংশগ্রহণকে ত্বরান্বিত করতে বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে পিফোরজি ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
প্রসঙ্গত, পিফোরজি ২০১৮ সালে যাত্রা শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।