আন্তর্জাতিক ডেস্ক: সব কিছু সামরিক ক্ষমতা দিয়ে জয় করা যায় না। তালেবানের আফগানিস্তান জয়ের পরে এই প্রথম মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর জিনিউজের।
তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা দখলের পরে গতকাল বৃহস্পতিবার প্রথম বাইডেনের এ বিষয়ে মতামত শোনা গেল।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাইডেনের ওই বিষয়ক এক সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছে। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, তালেবান দেশের মানুষের ভালো চায় কিনা, আইনসঙ্গত সরকার হিসেবে তারা বাকি দেশের সমর্থন চায় কিনা, এসব তাদেরই ঠিক করতে হবে।
আফগানিস্তানে কি তালেবান আইনসম্মত সরকার প্রতিষ্ঠা করতে চায়? ওই সাক্ষাত্কারে নিজেই প্রশ্নটা তুলেছেন জো বাইডেন। উত্তরও দিয়েছেন নিজেই।
বাইডেন বলেন, আমার তা মনে হয় না। বরং ওদের দেখে এটাই মনে হয় তালেবান এখনও ওদের চিরকালীন বিশ্বাস আর মতাদর্শ থেকে সরে আসতে পারেনি। ওরা আফগানবাসীর খেয়াল রাখবে, সেই ভরসা আমি অন্তত করি না।
তালেবানের শাসন করার ক্ষমতাকে কার্যত চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন বাইডেন। আফগানরা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা, তারা উপার্জন করছে কিনা, দেশের অর্থনীতি ঠিক দিকে এগোচ্ছে কিনা- সবকিছুর দিকে খেয়াল রাখতে হবে তালেবানকে। আর এর একটাও ওরা করতে পারবে বলে- বিশ্বাস করেন না বলে মত প্রকাশ করেন বাইডেন।
তালেবানি শাসনে মহিলাদের অবস্থান নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, দেশে মহিলাদের অধিকার সুনিশ্চিত করতে অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ নেওয়ার পরিকাঠামো থাকা দরকার একটি দেশে। সব কিছু সামরিক ক্ষমতা দিয়ে জয় করা যায় না।
বাইডেনের কাছে আসলে জানতে চাওয়া হয়েছিল, তালেবানের কি স্বভাবগত কোনও বদল ঘটেছে বলে তিনি মনে করেন? জবাবে স্পষ্ট ভাবে বাইডেন বলে দেন- না। পাশাপাশি তিনি এও বলেন, ওরা সম্ভবত অস্তিত্ব সঙ্কটে ভুগছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।