কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের এক নারী চিকিৎসককে ধ.র্ষ.ণের পর খুন করা হয়েছে। ন্যক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠেছে কলকাতাবাসী।
কলকাতার তারকা অভিনয়শিল্পীরাও প্রতিবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তারা। এ তালিকায় রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী গুলশানারা। কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (১৩ আগস্ট) গুলশানারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, “হ্যাঁ, আমি বিশ্বাস করি— ‘সকল পুরুষই সম্ভাব্য ধ.র্ষ.ক’। আমি আবার বলছি, চিৎকার করে বলছি। নিজেকে আনফ্রেন্ড করতে দ্বিধাবোধ করবেন না।”
এরপর গুলশানারা লেখেন, ‘এরই মধ্যে আমি ধর্ষণের হুমকি পাচ্ছি। ভালো বন্ধুদের কাছ থেকেও ফোন পাচ্ছি। ধর্ষক মানেই পুরুষ, পুরুষ হলেই ধ.র্ষক নন।’
পুরুষদের নিয়ে গুলশানারার এই বক্তব্য ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। পাশাপাশি তার নারী সহকর্মীরাও এর প্রতিবাদ জানিয়েছেন। বলা যায়, রীতিমতো তোপের মুখে পড়েছেন গুলশানারা। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র লেখেন, ‘তোমার এই বক্তব্য তোমার রাগের বর্হিপ্রকাশ। তাই বলে তুমি এ কথা বলতে পারো না।’
দেব নামে একজন লেখেন, ‘এটা ঠিক বললে না। এর অনেক ব্যাখ্যা আছে। আমরা সবাই ট্রমাতে আছি জানি তবু। গাছের গোড়ায় অসুখ করেছে আর আগায় ওষুধ দিলে কিছুই হবে না শেষ পর্যন্ত।’ পৌলমী গুপ্তা লেখেন, ‘খুব জোরালোভাবে এর প্রতিবাদ করছি।’ সায়ন্তনী রায় লেখেন, ‘ঠিক বলেছিস। কিন্তু নিজের বাবাদের ভাবতে কেমন লাগে না?’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।