জুমবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
আজ শুক্রবার (৩১জানুয়ারি) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নিবাচনি সামগ্রী বিতরণ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দুই সিটিতে পক্ষপাতহীন নির্বাচন আয়োজন করবে কমিশন।
এসময় ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার।
শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।
শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইভিএমসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। যা আজই পৌঁছে যাবে কেন্দ্রগুলোতে।
নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে রয়েছে নিরাপত্তা। গতকাল মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা রোববার ভোর পর্যন্ত বহাল থাকবে। তবে নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চলতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।